রাজনগরে এম্বুল্যান্স ভাংচুর, জুড়ীতে ট্রাকে আগুন,ট্রাক চাপায় ছাত্রদলকর্মী আহত-১
নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে মৌলভীবাজারের রাজনগর হাসপাতালের এম্বুল্যান্স ভাংচুর ও জুড়ীতে ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবরোধকারিরা। প্রত্যক্ষদর্শীসুত্র জানায়,বুধবার দুপুরে ঢাকা-মেট্রো-ছ-৭১০৩১৮ এম্বুল্যান্সটি রাজনগর উপজেলা হাসপাতাল থেকে রোগি নিয়ে সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের হলদিরগুল নামক স্থানে অবরোধকারীরা আটক করে। এসময় চালক সরকারি এম্বুল্যান্স ও মূমুর্ষ রোগীর কথা বলার পরও অবরোধকারীরা লাঠিসোটা দিয়ে গাড়ীর সম্মুখ ও পিছনের দিকে আঘাত করে ভাংচুর করে । অপরদিকে বিকেলের দিকে জুড়ী উপজেলার বোয়াইবাজার এলাকায় ১টি ট্রাক অবরোধকারীদের চাপা দেয়ায় ১ছাত্রদলকর্মী মারাত্বক আহতবস্থায় সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনার জের ধরে অবরোধকারীরা একই মালিকের অপর ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের সংবাদ পাওয়া যায়নি।
নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে মৌলভীবাজারের রাজনগর হাসপাতালের এম্বুল্যান্স ভাংচুর ও জুড়ীতে ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবরোধকারিরা। প্রত্যক্ষদর্শীসুত্র জানায়,বুধবার দুপুরে ঢাকা-মেট্রো-ছ-৭১০৩১৮ এম্বুল্যান্সটি রাজনগর উপজেলা হাসপাতাল থেকে রোগি নিয়ে সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের হলদিরগুল নামক স্থানে অবরোধকারীরা আটক করে। এসময় চালক সরকারি এম্বুল্যান্স ও মূমুর্ষ রোগীর কথা বলার পরও অবরোধকারীরা লাঠিসোটা দিয়ে গাড়ীর সম্মুখ ও পিছনের দিকে আঘাত করে ভাংচুর করে । অপরদিকে বিকেলের দিকে জুড়ী উপজেলার বোয়াইবাজার এলাকায় ১টি ট্রাক অবরোধকারীদের চাপা দেয়ায় ১ছাত্রদলকর্মী মারাত্বক আহতবস্থায় সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনার জের ধরে অবরোধকারীরা একই মালিকের অপর ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের সংবাদ পাওয়া যায়নি। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন