কমলগঞ্জের পালকিছড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাক বড়দিন উৎসব

December 22, 2013,

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালকিছড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাক বড়দিন উৎসব পালন করা হয়। ১৯ ডিসেম্বও বৃহস্পতিবার বেলা ১১টায় পালকিছড়া চাইল্ড ডেভেলপম্যান্ট স্পন্সরশীপ প্রোগ্রাম (সিডিএসপি) বিডি-৪০৯এর হোস্টেলে সুবিধা বঞ্চিত কোমলমতি শিশুদের নিয়ে যীশু খ্রীষ্টের জন্ম দিন শুভ বড় দিন উপলক্ষে আগাম এ উৎসবের আয়োজন করা হয়। পালকিছড়া সিডিএসপি হোষ্টেলের প্রাক বড়দিন উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (চিনু), ব্যাপ্পিষ্ট নজারথ চার্চের আহ্বায়ক উজ্জল গাজী, সাংবাদিক মুজিবুর রহমান। বছরের শেষে হোষ্টেলের শিক্ষার্থীদের ছুটি হয়ে যাবার কারণে ২৫ ডিসেম্বরের পূর্বে এই প্রাক বড়দিন উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রাক বড়দিনের দু’টি ও দেশের জাতীয় পতাকা সদৃশ্য একটি কেক কেটে উৎসবের সূচনা করা হয়। পালকিছড়া হোষ্টেলের ২০০ শত শিশু নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে হোষ্টেলের ২০০ শিশুর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালকিছড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাক বড়দিন উৎসব পালন করা হয়। ১৯ ডিসেম্বও বৃহস্পতিবার বেলা ১১টায় পালকিছড়া চাইল্ড ডেভেলপম্যান্ট স্পন্সরশীপ প্রোগ্রাম (সিডিএসপি) বিডি-৪০৯এর হোস্টেলে সুবিধা বঞ্চিত কোমলমতি শিশুদের নিয়ে যীশু খ্রীষ্টের জন্ম দিন শুভ বড় দিন উপলক্ষে আগাম এ উৎসবের আয়োজন করা হয়। পালকিছড়া সিডিএসপি হোষ্টেলের প্রাক বড়দিন উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (চিনু), ব্যাপ্পিষ্ট নজারথ চার্চের আহ্বায়ক উজ্জল গাজী, সাংবাদিক মুজিবুর রহমান। বছরের শেষে হোষ্টেলের শিক্ষার্থীদের ছুটি হয়ে যাবার কারণে ২৫ ডিসেম্বরের পূর্বে এই প্রাক বড়দিন উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রাক বড়দিনের দু’টি ও দেশের জাতীয় পতাকা সদৃশ্য একটি কেক কেটে উৎসবের সূচনা করা হয়। পালকিছড়া হোষ্টেলের ২০০ শত শিশু নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে হোষ্টেলের ২০০ শিশুর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com