সদর উপজেলা শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাাহ
স্টাফ রিপোর্টার॥ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ হল রুমে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮।
বুধবার ৭ মার্চ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের আয়োজনে মেলার উদ্ভোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এইচ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন ও রেডিও পল্লীকণ্ঠের প্রতিনিধি তাহমিদ আহমেদ প্রমুখ।
মেলায় ১৮ টি স্টল এর মাধ্যমে বিভিন্ন স্কুল,কলেজ, এর শিক্ষার্থীরা তাদের নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করছে ।



মন্তব্য করুন