স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী: কাল কমলগঞ্জে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

March 12, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ পৌরসভা আয়োজিত ২য়বারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১২ মার্চ সোমবার সকাল ১০টায় কমলগঞ্জ হাইস্কুল মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। এর আগে সোমবার টুনামেন্টকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। ৯টি ওয়ার্ডের খেলোয়ার, টিম ম্যানেজার, কোচ ও সকল কাউন্সিলরবৃন্দসহ প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে র‌্যালীতে নেতৃত্ব দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। র‌্যালীটি বিকাল সাড়ে ৪টায় পৌরসভার কার্যালয় হতে বের হয়ে পৌরসভার ভানুগাছবাজার সহ পৌরসভার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা কার্য্যালয়ে এসে সমাপ্ত হয়। আনন্দ র‌্যালীতে ৯টি দলের খেলোয়াররা দলীয় জাসি গার্য়ে, দলীয় পতাকা, নানা রঙ্গের বেলুন হাতে নিয়ে র‌্যালীতে শরিক হন। পরে এক সংক্ষিপ্ত অনুভুতি প্রকাশ করেন মেয়র মো. জুয়েল আহমেদ, কাউন্সিলর রমুজ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুু, সমাজ সেবক রাসেল হাসান বক্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কাজী ফয়সল, গোলাম রাব্বানী তৈমুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com