মৌলভীবাজারে ইনার উইল ডে ও শীত বস্ত্র বিতরণ

January 10, 2019,

স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারে ইনার উহল ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, কেক কাটা,শীত বস্ত্র বিতরন কর্মসুচি গ্রহন করা হয়।

ইনার উইল  ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮এর উদ্যোগে বৃহস্পতিবার  ১০ জানুয়ারী  দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জেলা গার্ল গাইড হাউসে শীত বস্ত্র বিতরন করা হয়। ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার  মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সভানেত্রী সৈয়দা খায়রুননেছা ইয়াসমিনের সভাপতিত্বে এবং মাধুরী মজুমদারের পরিচালনায় শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন বেগম নূরজাহান সুয়ারা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বিতরন অনুষ্ঠানে ইনার উইলার ক্লাব অব ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮এর সদস্য শাহীনা বেগম, রুহেলা আক্তার, সুমাইয়া ফেরদৌস চৌধুরী,ইসমত আরা মুন্নী,সৈয়দা মাহবুুবা চৌধুরী,নিলুফা জেসমিন মুক্তি,রোকেয়া মাহবুব চৌধুরী,অপরাজিতা রায়,গোলসান আক্তার চৌধুরী সহ জেলার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com