শোক বার্তা ঃ

January 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ৬নং একাটুনা ইউনিয়নের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী ফজির খাঁন সাহেবের ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব লাল খান সাহেব বিগত ১১ জানুয়ারি শুক্রবার বাদ ফজর সকাল ৬.৩০ ঘটিকায় ৬৮ বছর বয়সে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তোকাল করেন ( ইন্না লিল¬াহি ওয়ানালি ইন্না হি রাজিইন) । তিনি যুক্তরাষ্ট্রে থাকাকালিন সময়ে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ধার্মিক,বিনয়ি,সদাহাস্যজ্জল,পর-উপকারী,নিস্বার্থ মানুষ হিসেবে সবার নিকট খুবই পরিচিত।

 ১৩ জানুয়ারি রবিবার সকাল ১১ ঘটিকায় সময় মরহুমের বড়ভাই ফজির খাঁন সাহেবের বাড়ির উঠানে জানাজার নামায অনুষ্টিত হয়। উক্ত জানাজার নামাযে গন্যমাণ্য ব্যক্তিবর্গ, উলামায়ে কোরাম,ব্যবসায়ি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com