খঞ্জনপুর টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

January 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর  ইয়াংষ্টার এর উদ্বোগে ‘জামিল ব্রিক্রস্ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ১৩ জানুয়ারী রবিবার বিকেলে স্হানীয় মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনালে বৈঠাখাল সবুজ সংঘ মোকাবিলা করে স্বাগতিক খঞ্জনপুর ইয়াংষ্টারে। প্রথমে ব্যাট করে স্বাগতিক নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়  ৮৯ রান করে,জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ে লক্ষে পৌছে যায়। বিজয়ী দলের পক্ষে সিলেট সিক্সর্সের খেলোয়ার বৈটাখালের পক্ষে ভাল বোলিং করে রোমান আহমেদ ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হয়।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি আবু মিয়া চৌধুরী সভাপতি ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,সাবেক মেম্বার হাজী বোরহান উদ্দিন,হাজী আব্দুল বারী,তালেব উদ্দিন,মুজিবুর রহমান,কুতুব উদ্দিন,পিন্টু দাস,নাইয়র মিয়া,ইসলাম উদ্দিন, রায়হান,মুমিন,প্রশান্ত,গোলজার,ইকবাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com