কমলগঞ্জের দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার ১৬ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় দেবালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দেবালয় পরিচালনা কমিটির সভাপতি মুধুসূদন পালের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত রিন্টু। স্বাগত বক্তব্য রাখেন দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পংকজ ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র রায়, নারায়ন পাল, নিতাই পাল, প্রদীপ পাল, শিপ্রাংশু পাল প্রমুখ। সম্মেলনের শুরুতে দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির প্রধান পৃষ্টপোষক, বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী প্রয়াত বকতিয়ার আহমেদ ও দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষক প্রয়াত বিনোদ বিহারী দাশের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্মেলনের ২য় অধিবেশেনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটিতে আগামী তিন বছরের জন্য সর্ব্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু)-কে সভাপতি ও নিতাই পদ পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।



মন্তব্য করুন