মৌলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদ-দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

January 17, 2019,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজার-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বলেছেন, দূর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স। মৌলভীবাজার জেলায়  দূর্নীতি ও মাদক ব্যবসা বন্ধ করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মাদক ও দূর্নীতি বন্ধে  যা যা প্রয়োজন তাই করতে প্রস্তুত।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে বেসরকারী একটি টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতি ও মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সোচ্চার। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা, কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সকলকে সোচ্চার ও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান।

এসময় উপস্থিত মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক সভাপতি এম এ সালাম, প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com