হে প্রভু, আমাদের করে দাও ক্ষমা….মকিস মনসুর.

April 4, 2020,

মানবজাতি আজ ঘরবন্দি.সমগ্র বিশ্ব হয়ে গেছে লক ডাউন.
অদৃশ্য এক দৈত্য এই ক‌রোনা ভাইরা‌স এ যেনো এক যুদ্ধ.
পৃথিবী ব্যাপী চলছে মৃত্যুর মিছিল সবাই হয়ে গেছে দিশাহারা.
মহা বিপর্যয়ে আজ সারা দুনিয়া এ যেনো  নিরব ধ্বংসলীলা.
রাজা রানী ধনী গরীব ধর্ম বর্ণ জাতি নেই কেনো ব্যাবধান.
সমগ্র বিশ্ব আজ আতংকিত হয়ে গেছে যেনো জিন্দা লাশ.
মেনে চলুন সব দেশের সরকার প্রনিত সকল দিক- নির্দেশনাা.
ঘরে থাকুন ও অন্যকে নিরাপদ রাখুন.এই হোক শপথনামা.
অসহায়,অনাহারী, দিনমজুর ও নিন্মবিত্তের চলছে হাহাকার.

অসহায় নিডি মানুষের পাশে প্লিজ জানাই দাঁড়ানোর আহবান ;
দুঃখ শোক আর অশ্রুধারা সব কিছু আমাদের পেছ‌নে ফে‌লে

সঙ্কট মোকাবেলায় জীবনকে এ‌গি‌য়ে নিতে হবে আপন গন্ত‌ব্যে
মহাণ আল্লাহু রাব্বুল আলামীন সবার ভরসার শেষ টিকানা.
পানাহ চাই- হে প্রভু,পরম দয়ালু আমাদের করে দাও ক্ষমা.

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com