কুলাউড়ায় ডাঃ পবন চন্দ্র দেবনাথের ২২তম মৃত্যু বার্ষিকী পালিত

July 5, 2013,

কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডাঃ পবন চন্দ্র দেবনাথের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হলো গতকাল ৫ জুলাই শুক্রবার। এ উপলক্ষে গণমুক্তির গানের দল (মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা সন্ধ্যায় কালিটি চা বাগানের স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, গণমুক্তির সহ সভাপতি কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত দেবনাথ, কমরেড কাশি দাস, জনার্দন দাস, ফরমান আলী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, স্বপন মেহেদী, লিটন সাহা, সত্যনারায়ণ, লক্ষ¥ীনারায়ণ, পণকুমার, হরিকুমার প্রমুখ। গণমুক্তির সভাপতি কমরেড বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দয়াল অলমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ পবন চন্দ্র দেবনাথের সেই সময়ের ত্যাগ, আদর্শ ও বিপ্লবী জীবনের নানা দিক তুলে ধরা হয়।
কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডাঃ পবন চন্দ্র দেবনাথের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হলো গতকাল ৫ জুলাই শুক্রবার। এ উপলক্ষে গণমুক্তির গানের দল (মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা সন্ধ্যায় কালিটি চা বাগানের স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, গণমুক্তির সহ সভাপতি কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত দেবনাথ, কমরেড কাশি দাস, জনার্দন দাস, ফরমান আলী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, স্বপন মেহেদী, লিটন সাহা, সত্যনারায়ণ, লক্ষ¥ীনারায়ণ, পণকুমার, হরিকুমার প্রমুখ। গণমুক্তির সভাপতি কমরেড বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দয়াল অলমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ পবন চন্দ্র দেবনাথের সেই সময়ের ত্যাগ, আদর্শ ও বিপ্লবী জীবনের নানা দিক তুলে ধরা হয়। কুলাউড়া অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com