শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন

October 10, 2020,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল ব্লাড ফাউন্ডেশন, সুশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার ১০ অক্টোবর সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশিদ্রোন জামিউল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক এর সভাপতিত্বে ও খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল শাখা পরিচালক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সুশাসনের জন্য নাগরিক সুজন এর হাজী এলেমান কবির, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন, শ্রীমঙ্গল ব্লাড ফাউন্ডেশন এর সহ-সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মুহাঃ সেলিম আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সদস্য আব্দুল খালিক, আব্দুল হামিদ। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ছাত্র সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ(ণঊঐই) -সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মহসিন আহমেদ, মৌলভীবাজার জেলা সমন্বয়কারী অদ্রি বর্মন, ইয়ুথ লিডার তারেক আহমেদ, শুভজিৎ সিংহ, অপু চন্দ্র শীল, পায়েল চৌধুরী, তৃষা জাহান, সোহাগ আহমেদ, শ্রীমঙ্গল ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি জনাব ইমরান হোসেন,সহ-সভাপতি মুহাম্মদ রাজু ও শহিদুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক অপু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম নবীন প্রচার সম্পাদক সজল আহমদ নীরব, সদস্য আব্দুস সামাদ ও আব্দুল হামিদ, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সহ-সভাপতি দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক জালাল উদ্দিন ও দৈনিক সংগ্রাম সাংবাদিক আব্দুর রব সহ শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা নোয়াখালী’র বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি, সিলেটের এম সি কলেজে গৃহবধূকে গনধর্ষণসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com