প্রসঙ্গ মেডিকেল কলেজ ॥ সংসদে এমপি আব্দুস শহীদের বক্তব্য মৌলভীবাজার তোলপাড়

June 9, 2021,

ইমাদ উদ দীন॥ দাবি পুরাতন আর নতুন। জেলা শহর আর উপজেলার প্রত্যন্ত অঞ্চল। মৌলভীবাজার জেলা শহর ও কমলগঞ্জ উপজেলায় সরকারী মেডিকেল কলেজ স্থাপনের দাবি নিয়ে পক্ষে বিপক্ষে এখন স্যোশাল মিডিয়ার রিতিমত যুদ্ধ চলছে। মেডিকেল কলেজ প্রসঙ্গে উত্তাল মৌলভীবাজার। রবিবার সম্পূরক বাজেটের উপর আলোচনায় নিজ সংসদীয় এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে সংসদে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য,সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। তার এই বক্তব্য জেলা জুড়ে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই বক্তব্য গেল দু’দিন থেকে “টক অব দ্যা” জেলায় পরিণত হয়েছে। এনিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তার ওই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং জেলা মেডিকেল কলেজ স্থাপনে প্রতিবন্ধকতার নামান্তর। মেডিকেল কলেজের দাবিতে আন্দোলনকারী ও জেলার সচেতন নাগরীকরা এমনটিই মন্তব্য করছেন। তারা বলছেন আগে থেকেই মেডিকেল কলেজের দাবিতে চলমান আন্দোলনের পক্ষে তিনি নিজেই স্বাক্ষর দিয়েছেন। এমনকি তিনি দেশ ও প্রবাসে (যুক্তরাজ্যে) জেলা শহরে মেডিকেল কলেজের দাবিতে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই দাবি বাস্তবায়নের শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে একাত্মতাও জানিয়েছেন। হঠাৎ করে সংসদে তার এই দাবিতে জেলাবাসী বিস্মিত। জানা যায় ২০১৭ সাল থেকেই চলছে মৌলভীবাজার জেলা শহরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তরিত করার দাবিতে দেশ ও প্রবাসে সভা,সেমিনার,গোলটেবিল আলোচনা,স্মারকলিপি প্রদান, জেলা ব্যাপী গণস্বাক্ষর,মানববন্ধ,অনশন ও হরতাল কর্মসূচী পালনসহ নানা আন্দোলনে সোচ্চার স্থানীয় সামাজিক সংগঠন গুলো। মেডিকেল কলেজ দাবির আন্দোলনে সক্রিয় থাকা মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটস্যাপ গ্রুপ,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও সচেতন নাগরীক ফোরাম (সনাফ) এর নেতৃবৃন্দ জানান জেলার ৪ এমপি, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যানসহ প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও অন্যান্য মন্ত্রী এই দাবির প্রতি একাত্মতা পোষণ করে আশ^স্ত করেছেন। চিফহুইপ আ স ম ফিরুজ এর মাধ্যমে তারা প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন। প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমান প্রধান মন্ত্রীকে জেলাবাসীর এই গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে অবগত করিয়েছেন। তারা সকলেই আশ^স্ত করেছেন প্রধান মন্ত্রীর ঘোষণানুযায়ী জেলা সদরে মেডিকেল কলেজ স্থাপন হবে। তিন জন সংসদ সদস্য (সৈয়দা সায়েরা মহসীন, নেছার আহমদ ও জোহরা আলাউদ্দিন) জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তরিত করার দাবি জাতীয় সংসদে উত্থাপনও করেছেন। সেই আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসাপাতাল পরিদর্শন করে তারা পজেটিভ রিপোর্ট দিয়েছেন। মেডিকেল কলেজের জন্য যেটুকু জায়গা ও লজিষ্টিক সার্পোট প্রয়োজন তার সবই ওখানে আছে বলে তারা জানিয়েছেন। নেতৃবৃন্দ জানান কোভিট-১৯ এর কারণে তাদের সক্রিয় আন্দোলন কর্মসূচী কিছুটা স্থবির হলেও তারা লিখিত ও মৌখিকভাবে নানা স্থানে উচ্চ পর্যায়ে ধরনা দিচ্ছেন। তারা বলেন কি কারণে জাতীয় সংসদ সদস্য হঠাৎ এমন রহস্যজনক বক্তব্য দিলেন তা বোধগম্য নয়। জাতীয় সংসদের ওই বক্তব্যে উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি তার নির্বাচনী এলাকায় নানা উন্নয়নের ফিরিস্তি তোলে ধরে বলেন সন্তোসজনক উন্নয়ন হয়েছে। তিনি দাবি জানিয়ে বলেন তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ শ ৫৮ একর জমি আছে। তাই সেখানে একটি হাসপাতাল,মেডিকেল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় স্থাপনের। তিনি বলেন সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে জায়গা অধিগ্রহণ কিংবা ক্রয় করার প্রয়োজন পড়বেনা। এই বক্তব্যের পর তার নির্বাচনী এলাকার বাসিন্দা উৎফুল্ল হয়ে ওই দাবি জন্য তাকে অভিনন্দন জানান। অপরদিকে ওই বক্তব্যে হতবম্ব হয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন মেডিকেল কলেজের দাবিতে আন্দোলনরত জেলার সর্বস্থরের নাগরিকবৃন্দ। এবিষয়ে কমলগঞ্জের কয়েকজন সচেতন নাগরিক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন তার এমন বক্তব্য ও দাবি যৌক্তিক। তিনি তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি দায়িত্বশীল পেশাদারিত্ব পালন করছেন। তারা প্রশ্ন রেখে বলেন এখানে ক্ষোভের কি আছে। কমলগঞ্জ কি জেলার বাহিরে। এবিষয়ে সচেতন নাগরীক ফোরাম (সনাফ) এর সভাপতি আলহাজ মোয়জ্জেম হোসেন মাতুক,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী ও সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব বলেন জেলার প্রায় ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মেডিকেল কলেজের। সেই দাবিতে নানা আন্দোলনও চলমান। এখানে বিভাজন সৃষ্টি করে বঞ্চিত হওয়া ছাড়া প্রাপ্তিতে আর কিছুই মিলবেনা। মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটস্যাপ গ্রুপের এডমিন বিশিষ্ট কমিউনিটি লিডার মকিছ মনছুর ও ড.ওয়ালী তছর উদ্দিন তাদের প্রতিক্রিয়ায় বলেন এমন বিভাজনমূলক বক্তব্য ও দাবি কখনই কাম্য নয়। এমপি আব্দুস শহীদ ২০১৮ সালে মৌলভীবাজারের রেষ্ট ইন হোটেলে ও যুকারাজ্যের লন্ডন সুরমা সেন্টারে মৌলভীবাজার মেডিকেল কলেজের দাবিতে আয়োজিত গোলটেবিল আলোচনায় একাত্মতা পোষণকরে বক্তব্য রাখার পর কেন হঠাৎ এমন দাবি। তারা এক দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com