কিতা ভোট দিতাম

January 5, 2014,

দশম জাতীয় সংসদ নির্বাচন চলছে। ৫ জানুয়ারী রোববার সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনকালে দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মুখে আলাপ হয় মনিলাল সিংহ (৪৫) ও মদরিছ আলী (৬৫) সাথে। কি ভোট দেয়া শেষ নাকি প্রশ্ন করলে তারা বলেন, কিতা ভোট দিতাম, না, ভোট দিতাম নায়। কেন প্রশ্ন করলে , জবাবে আরো বলেন , ভোটের কোন আনন্দ নাই। কেউ ভোট চাইতে আসেনি। কোন পোষ্টার ও নাই , কারে ভোট দিতাম ,কোন মার্কায় ভোট দিতাম। প্রার্থী কে তাও চিনিনা। তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট দিতাম নায়। অপর দিকে , তেলিবিল এ ইয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে আলাপ হয়, হাজী মোহাম্মদ সুলতান (৮০) সাথে। তিনি বলেন, জীবনের শেষ সময়ে এসে ভোট দিলাম। কমলগঞ্জে কয়েকজন ভোটারের সাথে আলাপ করলে বলেন , প্রার্থী আমি চিনি , তবে সে ভোট চাইতে আসেনি। আমার ছেলের কথায় ভোটটা দিলাম। ভোট কেন্দ্রে ভিড় না থাকায় আমি আইয়াই ভোট দিতা পারছি। ভালাই লাগের।
দশম জাতীয় সংসদ নির্বাচন চলছে। à§« জানুয়ারী রোববার সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনকালে দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মুখে আলাপ হয় মনিলাল সিংহ (৪৫) ও মদরিছ আলী (৬৫) সাথে। কি ভোট দেয়া শেষ নাকি প্রশ্ন করলে তারা বলেন, কিতা ভোট দিতাম, না, ভোট দিতাম নায়। কেন প্রশ্ন করলে , জবাবে আরো বলেন , ভোটের কোন আনন্দ নাই। কেউ ভোট চাইতে আসেনি। কোন পোষ্টার ও নাই , কারে ভোট দিতাম ,কোন মার্কায় ভোট দিতাম। প্রার্থী কে তাও চিনিনা। তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট দিতাম নায়। অপর দিকে , তেলিবিল এ ইয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে আলাপ হয়, হাজী মোহাম্মদ সুলতান (৮০) সাথে। তিনি বলেন, জীবনের শেষ সময়ে এসে ভোট দিলাম। কমলগঞ্জে কয়েকজন ভোটারের সাথে আলাপ করলে বলেন , প্রার্থী আমি চিনি , তবে সে ভোট চাইতে আসেনি। আমার ছেলের কথায় ভোটটা দিলাম। ভোট কেন্দ্রে ভিড় না থাকায় আমি আইয়াই ভোট দিতা পারছি। ভালাই লাগের। à¦•মলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com