কুলাউড়ায় বাস টার্মিনাল কাছুর কাপন এলাকায় স্থাপন না করার নির্দেশ

January 11, 2014,

কুলাউড়া পৌরসভার প্রস্তাবিত পৌর বাস টার্মিনাল কাছুর কাপন এলাকায় স্থাপন না করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। জানা যায়, কাছুর কাপন এলাকার বাসিন্দা প্রভাষক সিপার উদ্দিন আহমদের করা আবেদনের প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ খলিলুর রহমান সাক্ষরিত (স্মারক নং ৪৬.০৬৩.০১৪.০১.০০.০১১.২০১১-১৭৬৮) পত্রে এ নির্দেশনা প্রদান করে মন্ত্রণালয়। কুলাউড়া পৌর মেয়র বরাবরে প্রেরিত এই পত্রে প্রস্তাবিত পৌর বাস টার্মিনাল কাছুর কাপন এলাকায় স্থাপন না করে অন্যত্র নিরাপদ স্থানে নির্মাণের লক্ষ্যে পৌর পরিষদের সিদ্ধান্তক্রমে নতুন করে প্রস্তাব প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে, অন্য একটি পত্রে গত ২৫ সেপ্টেম্বর একই বিভাগ উক্ত স্থানে বাস টার্মিনাল নির্মাণের কার্যক্রম স্থগিত করেছিল।
কুলাউড়া পৌরসভার প্রস্তাবিত পৌর বাস টার্মিনাল কাছুর কাপন এলাকায় স্থাপন না করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। জানা যায়, কাছুর কাপন এলাকার বাসিন্দা প্রভাষক সিপার উদ্দিন আহমদের করা আবেদনের প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ খলিলুর রহমান সাক্ষরিত (স্মারক নং ৪৬.০৬৩.০১৪.০১.০০.০১১.২০১১-১৭৬৮) পত্রে এ নির্দেশনা প্রদান করে মন্ত্রণালয়। কুলাউড়া পৌর মেয়র বরাবরে প্রেরিত এই পত্রে প্রস্তাবিত পৌর বাস টার্মিনাল কাছুর কাপন এলাকায় স্থাপন না করে অন্যত্র নিরাপদ স্থানে নির্মাণের লক্ষ্যে পৌর পরিষদের সিদ্ধান্তক্রমে নতুন করে প্রস্তাব প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে, অন্য একটি পত্রে গত ২৫ সেপ্টেম্বর একই বিভাগ উক্ত স্থানে বাস টার্মিনাল নির্মাণের কার্যক্রম স্থগিত করেছিল। à¦•ুলাউড়া অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com