জুড়ীর সানজিদা আক্তার অপি জিপিএ-৫ পেয়েছে

January 2, 2014,

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সানজিদা আক্তার অপি। সে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতছির আলী ও মোছাঃ সাজনা বেগম এর একমাত্র কন্যা। অপি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। অপি জিপিএ ৫ পাওয়ার পেছনে তার বাবা, মা, শিক্ষক/শিক্ষিকার অবদানের কথা জানায়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-à§« পেয়েছে সানজিদা আক্তার অপি। সে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতছির আলী ও মোছাঃ সাজনা বেগম এর একমাত্র কন্যা। অপি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। অপি জিপিএ à§« পাওয়ার পেছনে তার বাবা, মা, শিক্ষক/শিক্ষিকার অবদানের কথা জানায়। à¦•ুলাউড়া অফিস॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com