অটোমোবাইল ওয়ার্র্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি রর ও সম্পাদক সাজন বিজয়ী
November 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্র্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার ৪ নভেম্বর মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্র্কশপ মেকানিক ইউনিয়ন (রেজি নং চট্ট-২৬৩৬) ত্রি বার্ষিক (২০২২-২০২৫) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মোঃ আব্দুর রর (ছাতা মার্কা) প্রতিক নিয়ে। তিনি ভোট পেয়েছেন ৭৭১। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মাহমুদ রায়হান কুতুব (আনারস মার্কা) প্রতিক নিয়ে ৩৭৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাজন আহমেদ (বাঘ মার্কা) প্রতিক নিয়ে। তিনি ৯০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মুজিবুর রহমান মুজিব (মটর সাইকেল মার্কা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০৭।
মন্তব্য করুন