অন্তিম যাত্রায় মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল
মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার জেলা বারের প্রবীণ সিনিয়র আইনজীবী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি ও লেখক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল (৬৮) আর নেই।
রোববার ১২নভেম্বর দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটের দিকে মৌলভীবাজার শহরের লাইফ লাইন কার্ডিয়াক হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। শুভাকাঙ্খিসহ পরিচিত মহলের অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে শোক জানিয়েছেন পরলোকগত সদালাপি এই আইনজীবীর প্রতি।
সোমবার ১৩ নভেম্বর দূপুরে মৌলভীবাজার পৌর এলাকার সৈয়ারপুর শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয় প্রবীণ এই আইনজীবীর শেষ কৃত্য অনুষ্ঠান। তিনি মৌলভীবাজার জেলা জজ আদালতের বিজ্ঞ পিপিএডভোকেট রাধা পদ দেব সজলের বড় ভাই।
জানা যায়, এড. এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল আইন পেশার পাশাপাশি আরও নানা সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন। এক সময়ে তিনি সাপ্তাহিক গৌরবাণী নামে মৌলভীবাজার থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করতেন। ছিলেন, মানবাধিকার সংঘটকও। সাংস্কৃতিক অঙ্গনেও রেখেছেন মেধা আর মননের স্বাক্ষর। যুক্তরাজ্য ভিত্তি স্যাটেলাইট চ্যানেল এস টিভিতে তিনি দীর্ঘ দিন যাবত দুটি অনুষ্ঠান প্রযোজনা করতেন। ’আদালত উপাখ্যান’ নামের ১৫০ পর্বের অনুষ্ঠানটি বিলেতে বাঙালী কমিউনিটির কাছে ছিলো বেশ জনপ্রিয়। এছাড়াও ’পীর আউলিয়ার দেশে’ নামক মাজার ভিত্তিক ৫০ পর্বের আরেকটি অনুষ্ঠানও প্রযোজনা করতেন তিনি। এ দুটি অনুষ্ঠানই প্রবাসী বাংলাদেশীদের কাছে ছিলো খুই প্রিয়।
মন্তব্য করুন