অফলাইনে রক্তদাতার সন্ধানে ক্যাম্পেইন
April 11, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে অফলাইনে রক্তদাতার সন্ধানে ক্যাম্পেইন করেছে রক্তদাতার অপেক্ষায় বাংলাদেশ।
১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের চৌমহনার জনবহুল যায়গায় অবস্থান পর মৌলভীবাজার সরকারি কলেজে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে নতুন ডোনার তৈরির উপর বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। বিষয় সমূহ হচ্ছে, জেলার সব হাসপাতালের রক্তের রিকুয়েস্টগুলো নিয়মিত জানা ও হাসপাতালে টিম ভিত্তিক কাজ করা। ফেইসবুকের সাহায্যে এবং জনবহুল যেকোনো স্থানে প্রচারণার মাধ্যমে রক্তের ডোনার তৈরি।
মন্তব্য করুন