অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
March 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ২৮ মার্চ দুপুর ১২ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী এ এস আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে ও মো: শামসউদ্দিনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, সহকারি পুলিশ সুপার রৌশনুজ্জামান সিদ্দিকি, পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: দীনেশ সূত্রধর, প্রফেসর আব্দুল খালিক, সৈয়দ আব্দুর রহিম, শরীফ উদ্দিন আহমদ প্রমুখ।
মন্তব্য করুন