অবৈধভাবে খাল ভরাটে বড়লেখায় ২ ব্যক্তি গুনলেন ৫০ হাজার টাকা

January 15, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান এলাকায় অবৈধভাবে খাল ভরাটের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১৫ জানুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
এসময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম, বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়ময়দান গ্রামের মৃত ছিদেক আলীর ছেলে মোবারক আলী ও মস্তান আলীর ছেলে মো. আমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোবারক আলীকে ৩০ হাজার টাকা ও আমির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভরাটকৃত খালের মাটি অপসারণের অঙ্গীকার নামা আদায় করেছেন।
সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন অবৈধভাবে সরকারি খাল ভরাটের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে জরিমানা আরোপের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com