অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে ৫০ হাজার টাকা জরিমানা
January 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিংকু সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৯ জানুয়ারি সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এই অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে রিংকু সরকার নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক রিংকু সরকারকে অর্থদন্ড করেন।
তিনি আরো জানান, শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করুন