অর্ধেক বৃত্তে মৌলভীবাজার শহীদ মিনার!

May 23, 2017,

ওমর ফারুক নাঈম॥ একুশের চেতনার প্রতীক শহীদ মিনার। পৃথিবীর সব বাংলা ভাষাভাষির সম্মানের স্থাপত্য। কিন্তু মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল দশা। ভেঙ্গে গেছে শহীদ মিনারের লাল বৃত্ত এবং সংস্কার করছে না কর্তৃপক্ষ। যার ফলে বৃত্তের এই অর্ধাংশ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় জনসাধারণ।
মৌলভীবাজার শহরের কোর্ট রোডে সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনার। মাসখানেক সময় ধরে শহীদ মিনারের লাল বৃত্তটি রয়েছে ভাঙ্গা অবস্থায়। শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব মৌলভীবাজার পৌরসভার।


২১ মে রবিবার বিকেলে মৌলভীবাজার শহীদ মিনারে ঘুরতে আসা কলেজছাত্র মুবিন খান বলেন, ভাষার মাস এলেই কিছুটা কদর বাড়ে এই শহীদ মিনারের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুই-একদিন আগে ও পরে ছাড়া বছরের বাকী সময় জুড়েই শহীদ মিনারটি এভাবেই পড়ে থাকে অযতœ আর অবহেলায়। ফলে প্রতিনিয়ত শহীদ মিনারের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।
ঘুরতে আসা আরো কিছু দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দিন যাবৎ দেখছি এই লাল বৃত্তটি ভাঙ্গা। এটা সংস্কার করা হচ্ছে না কেন?
এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, শহীদ মিনারের লাল বৃত্ত ভেঙ্গে গেছে সেটা আমরা জেনেছি। এটা মূলত স্টিলের তৈরী হওয়ায় অনেক বেশী ওজনের কারণে ঝড়-তুফানে ভেঙ্গে পড়ে। আমরা এটা সরিয়ে সেখানে লাল কাপড় দিয়ে বৃত্তের ব্যবস্থা করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com