অস্ত্র ও ডাকাতি মামলাসহ ১২টি মামলার এজাহারভূক্ত আসামি হান্নান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে সদর উপজেলার আথানগিরী এলাকায় অভিযান চালায় ডাকাত হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, আসামী হান্নান মিয়া (৫৩) পিতা-সাবল মিয়া ওরফে ছোরাব উল্যা, মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন থানার নিম্ম বর্ণিত মামলার এজাহারভূক্ত আসামী। ১। সিলেট এর বিয়ানীবাজার থানার এফ আই আর নং-২/২, তারিখ- ০৬ জানু, ২০২১; ধারা- ১৯-ধ ১৮৭৮ সালের অস্ত্র আইন; ২। সিলেট এর বিয়ানীবাজার থানার এফ আই আর নং-১/১, তারিখ- ০৬ জানু, ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৩। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৫/৩৩৬, তারিখ- ২০ নভে, ২০১৯; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৪। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-৫/১৭৩, তারিখ- ০৪ জুন, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৫। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-২৮, তারিখ- ২৬ জুলাই, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৬। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৮, তারিখ- ২৭ মার্চ, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৭। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৯, তারিখ- ২৭ মার্চ, ২০১৬; ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৮। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৬, তারিখ- ১৬ ফেব্রু, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৯। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৭, তারিখ- ১৬ ফেব্রু, ২০১৬; ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ১০। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-২২, তারিখ- ১৫ জুলাই, ২০১৫; ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ১১। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-২১, তারিখ- ১৫ জুলাই, ২০১৫; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ১২। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-৩০/৮৬, তারিখ- ২৯ এপ্রিল, ২০১৪; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।
মন্তব্য করুন