অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওয়তায় ২০২২-২৩ এর মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া, খলিলপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
মন্তব্য করুন