আওয়ামীলীগ করলে শেখ হাসিনার সিন্ধান্ত মানতে হবে -জাহাঙ্গীর কবির নানক

October 5, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা দলের বিরুদ্ধে প্রার্থী হয় তারা আর দলে ফিরে আসতে পারে না। তাদের জন্য চিরতরে আওয়ামীলীগের দরজা বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ করবেন শেখ হাসিনার সিন্ধান্ত মানবেন না তিনি আওয়ামীলীগের কেউ হতে পারেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে শুনেই নৌকা প্রতীক দিয়ে থাকেন। শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীকে মুল্যায়ন করা হবে।

৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শ্রীমঙ্গল ষ্টেশন রোডস্থ ঐতিহ্যবাহী জনসভাস্থল পেট্টলপাম্প চত্ত্বরে   শ্রীমঙ্গল উপজেলা  আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে বিশাল জনসভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দর।

এ সময় আরো বক্তব্যদেন নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সহ সভাপতি ইউছুপ আলী, সহ সভাপতি ডা: হরিপদ রায়, সিনিয়র সদস্য আছকির মিয়া, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমূখ।

সভায় জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, প্রধানমন্ত্রী ক্ষুদে বার্তা দিয়ে ভানুলাল রায়ের নির্বাচনী এলাকায় আসতে বলেন। সে বার্তা পেয়েই তিনি এখানে এসে নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলেছেন। যোগ দিয়েছেন এই জনসভায়। এ সময় তিনি চা শ্রমিক ভাইবোন দের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌছেদেন এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

শ্রীমঙ্গল  উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ভানুলাল রায়ের সমর্থনে আায়োজিত  এ জনসভাটি পেট্টলপাম্প চত্তর ভরে ষ্টেশন রোড ও ভানুগাছ রোডও ছাড়িয়ে যায়। জনসভায় প্রায় ১৫ থেকে ২০ হাজার লোক সমাগম হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com