আনন্দ পাঠশালা’র শিক্ষক-শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার একদল স্বেচ্ছাসেবী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত আনন্দ পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সোমবার ১২ জুন দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম।
আনন্দ পাঠশালা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদাউস ঊর্মি, শাহনাজ বেগম, সায়্যিদা সিদ্দিকা মীম, রিয়া চক্রবর্তী সাদিয়া চৌধুরী তাম্মি, জাহিদ হাসনাত রাজু, সাবিকুন নাহার চৌধুরী (কারীমা), মেহেদী বিল্লাহ বাঁধন, সুজাতা চক্রবর্তী, ফারজানা জাহান, নাঈমা আফরোজ রূপা, নওশাদ তালুকদার, মাহফুজুর রহমান রাকিব, হেনা বেগম, হেপী আক্তার পপি, কানিজ আয়েশা ইভা, অদিতি দে, আয়শা জান্নাত, আশরাম আহমেদ মামুন ফারজানা তাসমিন, ফয়সাল আহমেদ শাহী, অর্পন চন্দ, লিজা আক্তার, কণিকা আক্তার, মাহতাবুল ইসলাম উদয়, কানিজ ফাহমিদা ইমা, এনামুল ইসলাম জাহিদ, মুরশেদা বাসিত, লাইলী বেগম, চামেলি বেগম, বেলাল আহমেদ, নাছিম চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম আনন্দ পাঠশালার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত হন, এবং চমৎকার এমন উদ্যোগের সাথে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন।
মন্তব্য করুন