আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে কুলাউড়ায় চিত্রাংকন প্রতিযোগিতা

October 6, 2016,

কুলাউড়া অফিস॥ আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে কুলাউড়ায়  ৫ অক্টোবর বুধবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্টিত হয় চিত্রাংকন প্রতিযোগীতা। চিত্রাংকন প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল সকলের সমন্বিত উদ্যোগে মা ও শিশু মৃত্যু হ্রাস, শিশুদের সুরক্ষা ও বিকাশ এবং বাল্য বিবাহ প্রতিরোধ। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে অনুষ্টিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার শরীফুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর  খায়রুল ইসলাম, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক কবীর, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন প্রমুখ। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগীতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্রাচার্য ভানু, সানরাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মধুজিত ভট্রাচার্য, বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী অসিত বরন চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com