আবারও শুরু হয়েছে মৌলভীবাজার শহরে সড়ক প্রশস্থকরনের কাজ

January 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রশস্থকরনের কাজে হাত দিয়েছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি সকালে পৌর কাউন্সিলর পার্থ সারথী পালকে সাথে নিয়ে পৌর মেয়র ১ নং ওয়ার্ডের তিনটি রাস্তার প্রায় ৯শ’ মিটার সড়ক প্রশস্থকরনের কাজ শুরু করেন।
ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পালের বাড়ির সম্মুখের সড়ক সহ আরও দুটি সড়ক প্রশস্থকরনে বাড়ি ও ভুমির মালিকদের সাথে নিয়ে দেয়াল ভাঙার কাজ শুরু করেন। এসব রাস্তার প্রস্থ বর্তমানে ৮ থেকে ৯ফুট রয়েছে। বর্তমানে ওই সড়কগুলোকে ১৪ ফুট প্রস্থ করার উদ্যেগ নেয়া হয়েছে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, ইতোমধ্যে পৌর এলাকার বেশ কয়েকটি সড়ক প্রশস্থকরণ ড্রেনের কাজ সম্পন্ন করা হয়েছে। ধারাবাহিক ভাবে পৌর এলাকায় পৌর নাগরিকদের সুবিধার্থে ও জানসার্থে উন্নয়ন মূলক কাজ অভ্যাহত থাকবে। এলাকার মানুষ নিজ উদ্যেগে সহযোগিতা করছে। প্রশস্থকরনের জন্য দেয়াল ভাঙাসহ অন্যান্য কাজে তারা সহযোগীতা করছেন। দেয়াল ভাঙার কাজ শেষে প্রতিটি সড়ক পাকাকরণের কাজ শুরু হবে বলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com