আর্ন্তজাতিক জনসেবা দিবস পালিত

June 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ টেকসই উন্নয়ন-লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস এই প্রতিবাদ্য নিয়ে জেলায় ২৩ জুন বৃহস্পতিবার ২০১৬ইং আর্ন্তজাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। আর্ন্তজাতিক জনসেবা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা, সেমিনার,সেবা সপ্তাহ,পুরস্কার বিতরণ ইত্যাদি। মৌলভীবাজার কালেক্ট্যাষ্ট প্রাঙ্গন থেকে সকাল সাড়ে ৯ টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। আলোচনায় অংশ গ্রহন করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী,অতিঃ পুলিশ সুপার (এসবি) আনোয়ারুল হক,সওজ নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com