আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত : ৬ মার্চ কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

March 5, 2024,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ৫ মার্চ বিকেলে আল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির

সিনিয়র সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে ও বোর্ডের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি জহির উদ্দিন কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা শফিউল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, কেন্দ্রীয় সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, কেন্দ্রীয় সহ-মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুল মুরসালিন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল লন্ডন থেকে আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অনতম উপদেষ্টা ও বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, বাংলাদেশে বোর্ডের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত সভায় আসন্ন রমজানে দেশব্যাপী পবিত্র কুরআন শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল ও বিস্তৃত করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এর প্রশিক্ষণার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, দেশব্যাপী বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাওলানা আদনান আলম হামিদী।

বিশেষ সভায় আগামীকাল অনুষ্ঠিতব্য নবীন-প্রবীণ ক্বারী ও ফুজালাদের নিয়ে   বোর্ডের উদোগে দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা ও প্রকাশনা বিতরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com