আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোটার॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩ অক্টোবর কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নির্ম্যাল্য মিত্র সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে পরামর্শমূলক বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, নওয়াজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, গাজীপুর চা-বাগানের ম্যানেজার জয়ন্ত ধর, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান ও আব্দুল মালিক প্রমুখ।
মন্তব্য করুন