আয়েশাবাদ চা-বাগান ব্যবস্থাপক সমিরণ মৃধাকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার॥ বড়লেখার শাহবাজপুরে অবস্থিত আয়েশাবাদ চা-বাগান ব্যবস্থাপক সমিরণ মৃধার অফিসে ঢুকে তাকে গালিগালাজ, ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে সন্ত্রাসী।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়েশাবাদ চা-বাগানে ব্যবস্থাপক সমিরণ মৃধার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে বেরেঙ্গা পানপুঞ্জির কুয়ান সিং পিতা অনিল খাসিয়া বাগানের সরকারি লিজকৃত জমিতে উন্নয়ন কাজ করার সময় কুয়ান সিং দলবল নিয়ে তার কাজে বাঁধা দেয়।
এবং নানাভাবে গালিগালাজ, ভয়ভীতি প্রর্দশন ও হত্যার হুমকি দেয়। এব্যাপারে তিনি গত ১৩ মে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগে উল্লেখ্য করেন হত্যার হুমকির পর তার পরিবার, স্ত্রী-সন্তান সহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন