ইন্টারন্যাশনাল মাদরাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

January 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিকমানের ইসলামী শিক্ষাদানের প্রতিশ্রুতি নিয়ে মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ কোর্ট রোডস্থ প্রেসক্লাব চত্ত্বরে প্রতিষ্ঠিত মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ১ম ওরিয়েন্টেশন প্রেগ্রাম ১১ জানুয়ারি, বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা সংস্থা মৌলভীবাজার এডুকেশন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা শামছুল ইসলাম তরফদারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠদান উদ্বোধন করেন মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবিদুর রহমান।
অনুষ্ঠান উপলক্ষ্যে বর্ণিল রঙে ক্যম্পাসকে সজ্জিত করা হয় ও লাল গোলাপ, খাতা, কলম ও মিষ্টি বিতরণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মনোমুগ্ধকর মাদরাসা সঙ্গীত “এসো হে বন্ধু এসো এসো, সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি-রাব্বি জিদনী ইলমা পড়ি” শিশুরা সমবেত কন্ঠে পরিবেশন করে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আশফাক আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, হাফিজ মাওলানা আসাদ আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল মুকিত মামুন, নুরুদ্দিন মুহাম্মদ এজাজ, ডাঃ মুহিবুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com