কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড

July 30, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ইউএনও তাহসিনা বেগম এর নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের প্রস্তুতির অপরাধে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জয়নাল (৪০) নামে এক কনের বাবাকে ৭দিনের ও স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং করার অপরাধে ভাটেরার সাইফুল মিয়া (২৩) নামে এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায় ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর নিবাসী জয়নাল তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে গোপনে বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতির খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত তাকে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইনে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়। অপরদিকে ৩০ জুলাই শনিবার ভ্রাম্যমান আদালত ভাটেরা এলাকায় পৃথক এ্ক অভিযান পরিচালনা করে এক স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ নিবাসী ইউসুফ আলীর পুত্র সাইফুল মিয়াকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন, মোবাইল কোর্টের পেশকার আজাদুল করিম চৌধুরী, দপ্তরী নিপেন্দ্র দেবসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়। পরে দন্ডপ্রাপ্তদের কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com