ইভটিজিংয়ের অভিযোগে ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
May 31, 2023,

স্টাফ রিপোর্টার॥ স্কুলের ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে তিন জনকে জরিমানা করেছেন মৌলভীবাজারের ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মঙ্গলবার ৩০ দুপুরে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ ঘটনাটি ঘটে। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন মুজিবুর রহমান, শাহরিয়ার রহমান ও আকাশ আহমদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন তিনি বলেন, দুপুরে স্কুল থেকে ছাত্রীরা বাড়ি যাবার পথে তিনজন ছেলে ইভটিজিং করে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেনাল কোড- ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে অর্থদন্ড আদায় করে দোষীদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।
মন্তব্য করুন