ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক এমডি ইলিয়াছের জেল ও ৭৮ লাখ টাকা জরিমানা

June 30, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নির্মানাধিন ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইলিয়াছের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৮ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন মৌলভীবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানাগেছে, ইম্পিরিেিয়ল মেডিকেল কলেজের বোর্ড অব ডাইরেক্টর করা হয়েছে মর্মে ভূয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃটেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া সিআইপি’র দায়েরী (সিআর-৫৭/১৪ (সদর) ও দায়রা-২৫৯/২০১৪ইং) নং মামলার রায়ে(negotiable instruments act) এর ১৯৮১ ও ১৩৮ ধারার বিধান মতে দোষী সাব্যস্থক্রমে ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর হাজী ইলিয়াছকে ২৯ জুন বুধবার এ দন্ডের আদেশ প্রদান করা হয়। রায়ে বলা হয়-অর্থদন্ডের ৭৮ লাখ টাকার মধ্যে ৭৭ লাখ ৫০ হাজার টাকা মামলার বাদী প্রাপ্ত হবেন। আসামী ইলিয়াছ গ্রেফতার হবার অথবা আত্মসমর্পন করার তারিখ হতে উক্ত রায় কার্যকর হবে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি ভূবনেশ্বর পুরকায়স্থ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল মোহাইমিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com