ইয়ুথ ফেয়ারে বিতর্ক প্রতিযোগিতায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন 

February 18, 2024,

স্টাফ রিপোর্টার॥  ইয়ুথ ফেয়ারে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। USAID and DIPLOMACY INTERNATIONAL এর যৌথ উদ্যোগ ও প্রযোজনায় নোয়াখালীতে অনুষ্ঠিত হয় ইয়ুথ ফেয়ার। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা,কুইজ ও ভিডিও বার্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১০ ফেব্রুয়ারী দুপুরে নোয়াখালীর একটি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৪ টি দল অংশগ্রহণ করে। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি,আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ডিবেট টিম,নোয়াখালী টেক্সটাইল ডিবেট টিম ও নোয়াখালী সরকারি কলেজ ডিবেট টিম। চুড়ান্ত পর্বে বিজয় ধরে রাখে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি,আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ডিবেট টিম। চুড়ান্ত পর্বে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর আফসানা মৌসুমি। বিচারক হিসেবে ছিলেন অভিষেক পাল,আলভি তনয় ও মেহেদি রহমান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দলের সদস্যরা হলেন চৌধুরী তাহসিন হাবিব নিহা,মুসফিকা তাবাসসুম খানম, মোঃ আসিফ আহমেদ প্রধান। রানার্স আপের দলের সদস্যরা হলেন,অয়ন ভৌমিক,মুবদি ইসলাম ও সায়মা,ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মুসফিকা তাবাসসুম। চ্যাম্পিয়ন দলের সদস্য চৌধুরী তাহসান হাবিব নিহা বলেন প্রায় সাড়ে ৩ বছর পর পুনরায় সেই আগের জায়গায় ফিরে আসা। ডিবেটের স্টেজ। আবার মনে পড়ে গিয়েছিল সেই ডিবেট, মোশন, সংসদে প্রস্তাব পাশ করানোর জন্য কত শত যুক্তি, সেগুলো মগজের হাজারও নিউরনের প্যাঁচ থেকে বের করে নিয়ে আসা। আর দিনশেষে একটা জয়। অনুভূতিগুলো আবারও ভেসে উঠল। নিজের মেডিকেল কলেজের বিতার্কিক হিসেবে এমন অর্জন অত্যন্ত গর্বের। উল্লেখ্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী চৌধুরী তাহসিন হাবিব নিহা মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচাল ইউনিয়নের মেধাবী সন্তান। তার গর্বিত পিতা এইচ এম হাবিবুর রহমান চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ সাইথ ইষ্ট  ব্যাংক সিলেট চৌহাট্টা ব্রাঞ্চ। তার চাচা মো: জিয়াউর রহমান চৌধুরী (কামাল) এক্্িরকিউটিভ অফিসার সাইথ ইষ্ট  ব্যাংক কুলাউড়া ব্রাঞ্চ। মেধাবী চৌধুরী তাহসিন হাবিব নিহা’র এমন সাফল্য অব্যাহত রাখতে তার বাব,চাচাসহ পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com