ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা কাউন্সিল-২০১৭, ২০ মে শনিবার, মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জননেতা জনাব জামাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব, কোটি সুন্নী জনতার নয়নমনি, সুন্নীয়তের বীর সিপাহসালার অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা সভাপতি পীরজাদা হযরতুল আল্লামা মুহাম্মদ ফয়জুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ এর জেলা সভাপতি মাঃ শাহ মহিবুর রহমান জালালী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পর্যটক বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জাফরি, কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুতুবুল হাসান, কেন্দ্রীয় সদস্য মৌলভীবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবি হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সদস্য শাঃ বিঃ প্রঃ বিঃ’র সহকারী অধ্যাপক এমদাদুল হক সহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাবেক জেলা সভাপতি জামাল উদ্দিন আহমদকে সভাপতি ও সাবেক জেলা সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রউফকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করে জেলা কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন-২০১৭ এর সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন