ইয়াহিয়া মুজাহিদ স্মরণে নাগরিক শোক সভা

হোসাইন আহমদ॥ সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মুহাম্মদ ইয়াহিয়া মুজাহিদ স্মরণে ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিক্ষানুরাগী আব্দুল খালিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আলী, এডঃ মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, বাংলাদেশ কমিনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ আবু জাফর আহমদ শক্তিপদ পাল, দীপংকর মোহান্ত, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, নুরুর রহিম নোমান প্রমুখ।
বক্তার তার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ মূলক কথা তুলে ধরেন এবং তার রেখে যাওয়া কাজ গুলো আন্তরিকতার সহিত করার আহ্বান জানান।
মন্তব্য করুন