উন্নয়ন মেলায় সর্বোচ্চ কর প্রদান করে দুসাই রির্সোট এন্ড স্পা
January 10, 2017,
মাহবুবুর রহমান রাহেল॥ সারাদেশের সাথে মৌলভীবাজারে তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় ১১ লক্ষ ১৪ হাজহার ৩শত ৯৬ টাকা সর্বোচ্চ কর প্রদান করেছে দুসাই রির্সোট এন্ড স্পা। মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে এ কর প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দদুসাই রির্সোট এন্ড স্পা লিমিটেড এর পরিচালক মোঃ আব্দুর রহিম রিপন, ফাইন্সে ম্যানেজার মোঃ শরীফুল আজম এলাহী, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মুশতাক আহমদ মম, ক্যাশ অফিসার আফতাব উদ্দিন, এসিষ্টেন্ট কমিশনার ভ্যাট পয়েল পাশা প্রমুখ।
মন্তব্য করুন