উপজেলা নির্বাচন-২০২৪, জুড়ীতে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

May 9, 2024,

স্টাফ রিপোর্টার॥ প্রথম ধাপের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বুধবার ৮ মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিভিন্ন ভোট কেন্দ্রে গেলে দেখা যায় বাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সকাল সাড়ে ১১টায় গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি খুব একটা নেই। এই কেন্দ্রে মোট ভোটার ৪৪৭০জন। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১১শত ভোট। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে দেখা যায় ঐ কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। পাতিলাসাঙ্গন কেন্দ্রে গিয়ে দেখা যায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১০ শতাংশ। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩৯৮০ জন। দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ জাঙ্গিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। লাইনে ভোটার তেমন নেই। দক্ষিণ জাঙ্গিরাই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নবেন্দু বিকাশ চক্রবর্তী জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৭০০। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০১টি। যা শতাংশের হিসেবে ১৫ শতাংশের মতো।
সাগরনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে দেখা যায় ঐ কেন্দ্রে ২২১৯জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৭৭জন ভোটার। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান এখানে ভোট পড়েছে ১২ শতাংশ। শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১টায় গিয়ে দেখা যায় ঐ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। কেন্দ্রে ২৪০০ ভোটার রয়েছেন। তার মধ্যে দুপুর ১টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে।
একই চিত্র জুড়ী উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে। তবে ভোট কেন্দ্রের বাইরে উৎসুখ জনতার ভীড় লক্ষ্য করা গেছে। কিছু ভোটার মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
ভোট কেন্দ্র পরিদর্শন করা আবিদ হোসাইন বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ভোট নিয়ে ভোটারদের আগ্রহ কম দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com