উৎসব মুখর পরিবেশে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমিক স্তর ও প্রাথমিক স্তর নির্বাচন ২০২৪ইং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা তনু।
নির্বাচনে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির ২০২৪ইং নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ ও শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে নির্বাচন কমিশনারের।
নির্বাচনে বিজয়ী হলেন, মাধ্যমিক স্তরে সৈয়দ মোঃ মুহিব ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।, ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কালাম বেলাল, সৈয়দ বদরুল হক টিটু ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও জায়েদ আহমেদ কোরেশী ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক স্তরে বিজয়ী হলেন, সৈয়দ শাহ্ মনসুর আহমদ ১৯৩ ভোট নির্বাচিত হয়েছেন, মহিউদ্দিন ফহিম চৌধুরী ১৮৩ প্রাপ্ত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও শ্রীকান্ত ধর প্রাপ্ত ১৩৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন