ঋণখেলাপি মামলায় কুলাউড়ায় ৬ বছরের পলাতক আসামি গ্রেফতার
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩২ লক্ষাধিক টাকার অর্থদন্ডসহ ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আজিজ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১ মে দুপুরে কুলাউড়া ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে ঋণখেলাপি মামলায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
থানাসূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখা থেকে মেসার্স সাকিব এন্টারপ্রাইজের নামে মো. আব্দুল আজিজ চৌধুরী ঋণ উত্তোলন করে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ৩২ লাখ ২৪ হাজার ৩৮৫ টাকার অর্থদন্ডে দন্ডিত করেন। বিজ্ঞ আদালতের রায়ের পর ২০১৭ সাল থেকে আসামি আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ শ্রীপুরস্থ তার নিজবাড়িতে অভিযান পরিচালনা করে ঋণখেলাপি মামলায় অর্থদন্ডসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আজিজ চৌধুরীকে গ্রেফতার করেন।
কুলাউড়া থানার সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের পর সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন