একজন ভাষা শহীদ “

February 2, 2017,

মোঃ আশরাফুল ইসলাম॥
দু’চোখ জুড়ে স্বপ্ন নিয়ে
দেশকে গড়ার শপথে
পড়ছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যোগ্যতা অর্জন করতে।
মায়ের বুক ভরা আশা
ছেলে অনেক বড় হবে।
দুঃখ গোছাবে, অভাব মেটাবে
পরিবারের হাল ধরবে।
ভাষার প্রশ্নে পার নি থাকতে
নিরবে চুপ মেরে।
নেমে এলে রাজ পথে
অধিকার পেতে ফিরে।
হায়েনার কালো থাবা
থেমে দিল পথচলা।
ভেঙ্গে দিল জনম দুঃখীর
লালন করা স্বপ্নমালা।
আপন প্রাণ তুচ্ছ করে
রেখে গেলে বাংলার মান।
শহীদ আবুল বরকত স্মৃতিতে
রবে চির অম্লান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com