একুশের প্রথম প্রহর ও প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল মৌলভীবাজারে

February 21, 2024,

স্টাফ রিপোর্টার॥ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় প্রভাত ফেরি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
একুশের প্রথম প্রহর ও প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম-মহান,অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার প্রমূখ।এছাড়াও পুলিশ,আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কাউট,গার্লস গাইড,শিশু কিশোর সংগঠন,সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহীদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com