দ্বায়িত্ব গ্রহনের এক পূর্তিতে মৌলভীবাজার পৌর মেয়রের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ দায়িত্ব গ্রহণের পর ০ এক বছরের দায় দেনা পরিশোধ ও উন্নয়ন বিবরণী নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি দুপুরে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র গত এক বছরের একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।
এসময় তিনি জানান, মৌলভীবাজার পৌরসভাকে ক্লিন সিটি ও একটি আধুনিক ডিজিটাল নগরী গড়ে তুলতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। পৌরসভার প্রধান সমস্যাগুলো চিহিৃত করে সে অনুযায়ী তিনি কাজ শুরু করেছেন। ইতোমধ্যে সম্পন্ন করেছেন শহরের পশ্চিমবাজার এলাকার রাস্থা আরসিসি ঢালাই করে আধুনিক একটি বাজারে রুপান্তরিত করার কাজ। বাকী কাজগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
তিনি শহরের ড্রেন, রাস্তাঘাট, কোদালীছড়া, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার, যানজট নিরসন ইত্যাদি বিষয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেন।
তিনি জানান, ইউজিপ-থ্রি প্রকল্পের অধীনে গত বছরের জুন মাস থেকে মোট ২৯ কোটি টাকা ব্যয়ে শহরের ৩৬ কিলোমিটারে ৫১টি রাস্তা, ১১ কিলোমিটারে ২৩টি ড্রেন এর কাজ চলছে। কিছু কিছু এলাকায় কাজ সম্পন্ন হয়েছে। আবার কিছু কিছু এলাকায় কাজ চলছে। সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রথমআলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, জেলা সাংবাদিক ফোরাম উপদেষ্ঠা সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, কোষাধ্যক্ষ হাসানাত কামাল, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, আনহার আহমদ সমশাদ, একাত্তরডটটিভির এ এস কাঁকন প্রমুখ।
সাংবাদিকরা শহরের উন্নয়নে কাজ করার জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন। মেয়র তাঁর বক্তব্যে বলেন, পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে পত্র-পত্রিকা, টেলিভিশন ও অনলাইনে লেখালেখি করে আমাদের উপর চাপ সৃষ্টি করেন। এতে করে কাজ করতে সুবিধা হবে।
তিনি বলেন, যানজট সহনীয় পর্যায়ে আনতে কাজ করা হচ্ছে। বর্ষা মৌসুমে শহরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে ৫৩ লক্ষ টাকা ব্যয়ে কোদালীছড়ার খনন কাজ চলছে। ছড়ায় অবৈধ দখল করে বাসাবাড়ি নির্মাণ করায় কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আগামী বর্ষা মৌসুম শুরুর আগে প্রেসক্লাবের সম্মুখের গাইড দেয়ালটির কাজ সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জালাল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খাঁন, রনধীর দে কানু প্রমুখ।
সংবাদ সম্মেলনে মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। শেষে পৌরসভার পক্ষ থেকে সাংবাদিকদের মধ্যাহ্নভোজ করানো হয়।
মন্তব্য করুন