এপেক্স মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন
কুলাউড়া অফিস॥ জুন মাসের তৃতীয় ১৯ জুন রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব বাবা দিবস। বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো কুলাউড়াতেও বিশ্ব বাবা দিবস উদযাপন করলো এপেক্স ক্লাবস অব বাংলাদেশের আঠারো তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। তবে তা একটু ব্যতিক্রমভাবে।
কুলাউড়া পৌর শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে সদ্য নবজাতকের বাবাদের হাতে ফুলেল শুভেচ্ছা পৌছে দেয় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা। পুরো কর্মসূচী সফল করার ক্ষেত্রে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সকল এপেক্সিয়ানবৃন্দরা দিন ব্যাপী পরিশ্রম করেছেন তারা হলেন পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, আইপিপি এপেঃ শাহীন আহমদ, ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ ও অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আব্দুল বাছিত, আবু মুসা খান, এপেঃ মুশফিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন