এফবিসিসিআই এর দেশ ব্যাপী একযোগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন

July 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই স্লোগানে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও এফবিসিসিআই কর্তৃক দেশ ব্যাপী একযোগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৫ জুলাই বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে জনসাধারনের মধ্যে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায়  চেম্বারের ভাইস চেয়ারম্যান ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান এর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আহমদ, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মহিন দে, সাজ্জাদুর রহমান, এডভোকেট গৌছ উদ্দিন নিকসন, হামিদ আহমদ, তারেক আহমদ, সিতার আহমদ, আক্তার উদ্দিন, আহমদ উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় পথ চারিদের মধ্যে সাবান, মাস্ক, স্যানিটাইজারসহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com