এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

April 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় সৈয়দ জয়নাল আবেদীন স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সৈয়দ জয়নাল আবেদীন স্মৃতি সংসদের সভাপতি ডাঃ ছাদিক আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক জাকেরীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমা কান্ত দাস গুপ্ত, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন।

সভায় মরহুম সৈয়দ জয়নাল আবেদীনের জীবন ও কর্ম নিয়ে আরো আলোচনা করেন এ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, সাংবাদিক সরওয়ার আহমদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, প্রবাসী রাজনীতিবিদ ফয়সল আহমদ চৌধুরী, সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবী মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক মেরাজ আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুজ্জোহা।

এসময় বক্তারা বলেন, সৈয়দ জয়নাল আবেদিন ছিলেন সমাজের একজন নক্ষত্র তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ইতিহাসবিদ, দক্ষ আইনজীবি ও সমাজ সংস্কারক সিলেট বিভাগ আন্দোলন, মৌলভীবাজার জেলা বাস্তবায়ন আন্দোলনসহ প্রতিটি কর্মকা-ে মরহুমের ভূমিকা অম্লান হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com